১৩ বছরের কিশোরের সঙ্গে বিয়ে হল ২৩ বছরের যুবতীর

হায়দরাবাদ, ১২ মেঃ ১৩ বছরের কিশোরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বছর ২৩ এর যুবতী। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার উপ্পারাহাল গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, গত ২৭ এপ্রিল অত্যন্ত গোপনে হয় বিয়ের অনুষ্ঠান। তবে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। জানাজানি হতেই পাত্র ও তার পরিবারের লোকজন পালিয়ে গিয়েছেন। পুলিশের সন্দেহ, তারা কর্ণাটকে গা ঢাকা দিয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছে না পাত্রীর পরিবারের লোকজনকেও। যুগ্ম কালেক্টর সোমবারের মধ্যে তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, কিশোরের বাবা মদ্যপ। মা অসুস্থ। মায়ের মৃত্যু হলে তাঁর চার সন্তানকে কে দেখবে, এই চিন্তায় বড়ো বড়ো ছেলের সঙ্গে ২৩ বছরের যুবতীর বিয়ে দিলেন মা। কেউ কেউ অবশ্য জানিয়েছেন, এই বিয়ের ব্যাপারে তাঁরা কিছুই জানতেন না। পরে বিষয়টি জানতে পারেন তারা। কয়েকজন গ্রামবাসীর দাবি, এটি প্রেমের বিয়ে। ছেলেটি কয়েক বছর আগেই পড়াশোনা ছেড়ে দেয়। সে শ্রমিকের কাজ করত।

কুর্নুলের শিশুকল্যাণ বিভাগের আধিকারিক বিজয়া বলেছেন, ‘আমরা গতকাল গ্রামে তল্লাশি চালাই। তবে দুই পরিবারের কারোর খোঁজ মেলেনি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পাত্রীর বয়স ২৩ বছর। এটি প্রেমবিবাহ হোক, ইচ্ছায় বা অনিচ্ছায় হোক না কেন, ছেলেটির বয়স ২১ বছর না হওয়ায় বেআইনি কাজ হয়েছে।’

তহশীলদার শ্রীনিবাস রাও বলেন, ‘আইন অনুয়য়ী বিয়ে না হওয়ায় বিয়ে বাতিল করা হয়েছে। ওই দম্পতিকে দুদিনের মধ্যে জেলা আধিকারিকদের হাতে তুলে না দেওয়া হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GbQdjk

May 12, 2018 at 06:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top