ঢাকা, ৩০ মে- দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার বলছেন, চাঁদনীর সঙ্গে তালাক হয়ে গেছে। এদিকে চাঁদনীর দাবি, তিনি এখনো বাপ্পার স্ত্রী। তালাকের কাগজপত্র নাকি তিনি হাতে পাননি। তিনি আরও দাবি করেছেন, বাপ্পা তাকে ভরণপোষণ দিয়ে যাচ্ছেন। তালাকের বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, তালাকের বিষয়ে কিছু মন্তব্য দেখছি, যা আমাকে বিব্রত করছে। চাঁদনী কিছু ভুল বার্তা দিচ্ছে, যার কারণে। এসবের সঠিক উপস্থাপনে গণমাধ্যমকেও সাবধান হওয়া উচিত। সরাসরি বলতে চাই, চাঁদনীর সঙ্গে তালাকের বিষয়ে আর কোনো প্রশ্নের অবকাশ নেই। তালাকের বিষয়ে আপনাদের দুই পরিবারের লোকজন সবকিছু জানেন কি না- এমন প্রশ্নের জবাবে বাপ্পা বলেন, চাঁদনী আর আমার পরিবার তো অবশ্যই জানেন। চাঁদনী ভুল তথ্য দেয়াতে আমি প্রশ্নবিদ্ধ হচ্ছি। আমাকে এভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো ভিত্তি নেই। আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, সেখানে তালাকের পুরো বিষয় জানিয়েছি। এরপর আমাদের তালাক নিয়ে কোনো শঙ্কা থাকার কথা না। আমি এখন শুনছি, আমি নাকি কিছু বিষয় লুকাচ্ছি, ভুল তথ্য দিচ্ছি। আমার যদি লুকানোর কিছু থাকত, ফেসবুকে নিশ্চয় কোনো পোস্ট দিতাম না। আমি আমার অবস্থান থেকে একদম পরিষ্কার, তাই সবাইকে একসঙ্গে জানিয়েছি। এর আগে বাপ্পা তার ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে লেখেন, অনেক বছর একসঙ্গে থেকে, থাকার চেষ্টা করে অবশেষে হার মানতে হয়েছে আমার আর চাঁদনীর। আমরা পারিনি আমাদের সংসার নিয়ে বাকি জীবন কাটাতে। কোনো অভিযোগ কিংবা অসম্মান চাঁদনীর প্রতি নেই। এমনকি চাঁদনীরও আমার প্রতি কোনো অসম্মানবোধ আছে বলে মনে করি না। যা হয়েছে তা ভাগ্যের লিখন মনে করি। ফেসবুকে দেয়া পোস্টে বাপ্পা লেখেন, মানুষের জীবনে এমন অনেক কিছু হয়, যা হওয়ার কথা থাকে না। ব্যক্তিগত বিষয়গুলো জীবনের অংশ মনে করে জীবনের সঙ্গেই রেখে দেয়া ভালো। আমাকে আমার ভক্তরা আমার কাজ দিয়ে চেনেন, আমি আমার কাজ নিয়েই থাকতে চাই, বাঁচতে চাই সবার মাঝে। কী হবে ব্যক্তিজীবনের গল্প জনে জনে বলে? অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনোই আগ্রহী না যেমন ঠিক, তেমন আমার ব্যক্তিগত জীবনও কারও সঙ্গে খুব একটা শেয়ার করা আমার বৈশিষ্ট্য না। তবে সময়ের কারণে আজ আপনাদের জানাতে হচ্ছে। বাপ্পা আরও লিখেছেন, জীবন তার নিজের গতিতে চলে। সময় কারও নিজের ইচ্ছায় চলে না। সময় খুব খেয়ালি। জীবন সময় কখন কাকে কোথায় নিয়ে ফেলে বোঝা মুশকিল। বাপ্পা জানান, গত বছর ৯ অক্টোবর চাঁদনীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়, আর শেষ হয় এ বছর ৯ জানুয়ারি। তারও আগে তারা দুজন এক বছরের বেশি সময় আলাদা ছিলেন। এদিকে বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী ও উপস্থাপিকা তানিয়া হোসাইনের আংটিবদলের খবর এরই মধ্যে সবাই জানেন। গত ১৬ মে রাতে ঘরোয়াভাবে তাদের আংটিবদল অনুষ্ঠান হয়। আংটিবদলের একটি ছবি ২০ মে রাতে তানিয়া হোসাইন তার ফেসবুক পেজে পোস্ট করেন। রাজধানীর পশ্চিম পান্থপথে তানিয়ার মায়ের বাসায় আংটিবদলের অনুষ্ঠান হয়। আংটিবদলের অনুষ্ঠানের পর বাপ্পা তার সাবেক স্ত্রী চাঁদনী ও বাগ্দত্তা তানিয়াকে নিয়ে মুখ খুললেন। ফেসবুকে একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে বাপ্পা তার অবস্থান পরিষ্কার করেন। উল্লেখ্য, ২০১০ সালের ৩০ মার্চ চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়। অপরদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। দীর্ঘ নয় বছর সংসারজীবনের পর ছাড়াছাড়ি হয় তাদের। সূত্র: যুগান্তর আর/১৭:১৪/৩০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J2wPYC
May 31, 2018 at 01:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top