মুম্বাই, ০৪ মে- আপনি এত মোটা কেন? -এই প্রশ্ন শুনতে শুনতে এখন আর ক্লান্তিও লাগে না সোনাক্ষী সিনহার। একটা সময় এই প্রশ্ন নতুন লাগত, এরপর এটা হলো বিরক্তির কারণ। একপর্যায়ে এই প্রশ্ন তাঁকে ক্লান্ত করে দিত, আর এখন এই প্রশ্নকে কোনো পাত্তাই দেন না বলিউডের এই নায়িকা। শুধু চেহারা আর শরীরের গড়ন দিয়ে যাঁরা সোনাক্ষীকে বিচার করেন, তাঁদের প্রভাব থেকে নিজেকে অনেক আগেই মুক্ত করেছেন এই অভিনেত্রী। এখন তিনি এ সময়ের তরুণদেরও বেশি মোটা কিংবা বেশি রোগা হয়ে যাওয়ার ভয় থেকে মুক্ত হতে উপদেশ দেন। সোনাক্ষী সিনহা বলিউডের আর দশটা নায়িকার চেয়ে খানিকটা ওজনদার। তবে এই ওজন তাঁকে খুব একটা ভাবায় না। সম্প্রতি একটি ফ্যাশন শোর র্যাম্পে হাঁটার পর সাংবাদিকদের সামনে খোলামেলাই নিজের ওজন আর কিছু মানুষের চিন্তার দীনতা নিয়ে কথা বলেন। সোনা (ডাকনাম) বলেন, আমি দেখতে কেমন, এটা এখন কোনো বিষয় নয়। বরং আমার কাজ কতজন দর্শকের মনে প্রভাব ফেলছে, সেটাই বড় বিষয়। চেহারা আর শরীরের গড়নের ধাপ উতরে আমাদের কাজের দিকে তাকানো উচিত। আমি যা বিশ্বাস করি, আমি সেই পথে সাফল্যের সঙ্গে এগোতে পারছি কি না, মানুষ সেটা নিয়ে আমাকে প্রশ্ন করুক। আমি মোটা নাকি রোগা-এই প্রশ্ন এখন অনেক পুরোনো হয়ে গেছে। বিষয়টা আমাকে আর বিব্রত করে না। সোনাক্ষীকে এরপর দেখা যাবে হ্যাপি ফির ভাগ যায়েগি, কলঙ্ক ও দাবাং থ্রি ছবিতে। সূত্র: আইএএনএস আর/০৭:১৪/০৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KAkBYq
May 04, 2018 at 02:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top