বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আবদুল্লাহ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের মৃত আবদুন নুরের পুত্র। রবিবার সকালে গ্রামের একটি কবরস্থানের গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, আবদুল্লাহ ৫/৬ বছরে ধরে মানসিক ভারসাম্যহীন। রবিবার সকাল ১০টার দিকে নাচুনী গ্রামের হাজী আনোয়ার আলীর পারিবারিক কবরস্থানের একটি মেরুন গাছে তাকে (গলায় ফাঁস দেয়া) ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে লাশ উদ্ধারে যাওয়া থানার এসআই সবুজ কুমার নাইডু বলেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2serEy8
May 27, 2018 at 06:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন