নয়াদিল্লি, ১১ মেঃ ৮.৬৪ লক্ষ টাকার ইলেকট্রিক বিল পেয়ে দুশ্চিন্তায় আত্মহত্যা করলেন সবজি বিক্রেতা। যদিও বিদ্যুত্ বন্টন কর্তৃপক্ষ সাফাই দিয়েছে যে, দশমিক ঠিকঠাক জায়গাতে না পড়াতেই বিলে এই ত্রুটি হয়েছে।
গত বৃহস্পতিবার জগন্নাথ নেহাজি শেলকে (৩৬) নামে ওই সবজি বিক্রেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জানা গিয়েছে, বিপুল পরিমাণ টাকার বিদ্যুতের বিল নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। বিলের ব্যাপারে সুরাহা চেয়ে বহুবার মহারাষ্ট্রের রাজ্য বিদ্যুত্ বন্টন সংস্থা (এমএসইডিসিএল)-র স্থানীয় দপ্তরে গিয়েছিলেন তিনি।
বিল অনুসারে ৬১,১৭৮ ইউনিট বিদ্যুত্ খরচ হয়েছে। এ বাবদ তাঁকে দিতে হবে ৮.৬৪ লক্ষ টাকা। বিদ্যুত্ বন্টন সংস্থার আধিকারিকরা সাফাই দিচ্ছেন, বিদ্যুতের ইউনিটের হিসেবে ভুল ছিল। সংখ্যাটি ৬১,১৭৮ ইউনিট নয়, হবে ৬,১১৭.৮ ইউনিট। এরজন্য বিল হওয়ার কথা ২,৮০৩ টাকার মতো। পুলিশ জানিয়েছে, মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতে লেখা রয়েছে, বিশাল অঙ্কের বিল পাওয়ায় তিনি জীবন শেষ করে দিচ্ছেন। মহারাষ্ট্র রাজ্য ইলেকট্রিসিটি বোর্ড জানিয়েছে, এই ত্রুটির জন্য এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rA6MB9
May 11, 2018 at 04:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন