দিল্লি, ১৫ মে- ভারতের বাংলা ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ। পিঠের যন্ত্রণায় ভুগছেন তিনি। ভারতের বেশ কয়েকটি ইংরেজি গণমাধ্যম জানিয়েছে, দিল্লিতে তার চিকিৎসা চলছে। তাই অভিনয় ও অন্যান্য কাজ থেকে সাময়িক দূরে আছেন তিনি। বড় পর্দা থেকে ছুটি নিলেও, ছোটপর্দায় মাঝেমধ্যেই দেখা যেত মিঠুনকে। মূলত, ড্যান্স রিয়েলিটি শো ড্যান্স ইন্ডিয়া ড্যান্স-এর বিচারক ছিলেন তিনি। কিন্তু শারীরিক কারণে ওই শো থেকেও সরে দাঁড়ান এই অভিনেতা। পিঠের যন্ত্রণার জন্যে এক সময় উটিতেও চিকিৎসা করান মিঠুন। কিন্তু তেমন কোনও লাভ হয়নি। শেষবার তাকে আয়ুষ্মান খুরানা, পল্লবী শারদে অভিনীত হাওয়াইজাদেছবিতে দেখা গিয়েছিল। জানা গেছে, দিল্লিতে চিকিৎসায় ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। শিগগিরই হয়তো তার আপন ঠিকানায় দেখা যাবে এই অভিনেতাকে। দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে অনুপস্থিত মিঠুন। ছোট পর্দাতেও সেভাবে দেখা যাচ্ছিল না তাকে। রাজনীতির ময়দান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সবার অলক্ষ্যে একান্তে সময় কাটাচ্ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত মৃগয়া, দো আনজানে, মেরা রক্ষক, সুরক্ষা, তারানা, হাম পাঁচ, সিতারা, শাউকীন, ওয়ারদাত, আদাত সে মজবুর, জিনে কি রাহ, ডিস্কো ড্যান্সার, ত্রয়ী, হিরো কা চোর, মুঝে ইনসাফ চাহিয়ে, কসম পয়দা করনে ওয়ালে কি, পেয়ার ঝুকতা নাহি, গুলামী, এ্যায়সা পেয়ার কাহা, মুদ্দত, ড্যান্স ড্যান্স, পরম ধরম, পেয়ার কা মন্দির, ওয়াক্ত কি আওয়াজ, জিতে হ্যা শান সে, কমান্ডো, মুজরিম, গুরু, প্রেম প্রতিজ্ঞা, দুশমন, অগ্নিপথ, রোটি কি কিমত, পেয়ার হুয়া চোরি চোরি, ত্রিনেত্র, তাহাদের কথা, দিল আশনা হ্যায়, ঘর জামাই, দালাল, আদমি, তাদিপার, ফুল অউর অঙ্গার, চিতা, নারাজ, ইয়ার গাদ্দার, তিসরা কৌন, জল্লাদ, রাবন রাজঃ এ ট্রু স্টোরি, দ্য ডন, নির্ভয়, মুকাদ্দর, জাং, লোহা, জদিদর, শপথ, সুরজ, সাহারা জালুচি, যমরাজ, গুণ্ডা, হীরালাল পান্নালাল, আয়া তুফান, আগ হি আগ, সুলতান, অগ্নিপুত্র, বেঙ্গল টাইগার,তিতলী, সবসে বড়কর হাম, চালবাজ, বারুদ, এলান, লাকী: নো টাইম ফর লাভ, যুদ্ধ, চিঙ্গারি, দিল দিয়া হ্যায়, এমএলএ ফাটাকেষ্ট, গুরু, তুলকালাম, মিনিস্টার ফাটাকেষ্ট, ভোল শঙ্কর, হিরোজ, চাঁদনী চক টু চায়না, লাক, ফির কাভী, বাবরসহ অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তিনি। সূত্র: আরটিভি এমএ/ ১১:০০/ ১৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rJ6lUm
May 15, 2018 at 05:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top