নয়াদিল্লি, ১ মেঃ সুপ্রিমকোর্টের তিরস্কারের মুখে এবার কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালতের অভিযোগ, অপ্রয়োজনীয় ও তুচ্ছ বিষয়ে কেন্দ্রীয় সরকারের মামলা করার প্রবণতা কিছুতেই কমছে না। ছোট ছোট বিষয়ে মামলা করে আদালতের সময় নষ্ট করা বন্ধ করুক কেন্দ্র।
বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তার একটি বেঞ্চ এদিন কটাক্ষ করে এনডিএ সরকারের সংস্কারবাদী স্লোগান ‘ইজ অফ ডুয়িং বিজনেস’-কে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শীর্ষ আদালতের অভিযোগ অযথা মামলা দায়ের করে যেমন আদালতের সময় নষ্ট করা হচ্ছে, তেমনই অন্যান্য গুরুত্বপূর্ণ মামলাও ন্যায় বিচারের জন্য পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে মামলার খরচ বহন করতে সরকারেরও আর্থিক ক্ষতি হচ্ছে।
২০১৭ সালের ৮ ডিসেম্বর কেন্দ্রের ফাইল করা বেশ কয়েকটি পিটিশন সুপ্রিমকোর্ট খারিজ করে দিয়েছিল। চলতি বছরের মার্চ মাসে আইন সংক্রান্ত ফের একই প্রশ্ন নিয়ে নতুন পিটিশন দায়ের করেছিল কেন্দ্র। সেই সময়ে শীর্ষ আদালত আবার সেই আর্জি খারিজ করে দেয় এবং আদালতের সময় নষ্ট করার অপরাধে কেন্দ্রকে ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2raTgTC
May 01, 2018 at 02:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন