বীরপাড়া, ২১ মেঃ বীড়পাড়ায় একটি ট্রাক থেকে ৫১০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল আগরতলার বিধুভূষণ দেবনাথ ও দক্ষিণ ত্রিপুরার সঞ্জীব নম। সোমবার ধৃতদের আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানিয়েছে, ত্রিপুরা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বীরপাড়ায় ওই ট্রাকটিকে আটকে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৫১টি প্যাকেট থেকে ৫১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। নাগাল্যান্ডের নম্বর প্লেট লাগানো ট্রাকটিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ। এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্র জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে। এই চক্রে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2s2lCj8
May 21, 2018 at 07:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন