কৈলাস মানসরোবর যাত্রার জন্য খুলে দেওয়া হল নাথু লা পাস: সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ৯ মেঃ বার্ষিক মানসরোবর যাত্রার জন্য খুলে দেওয়া হল নাথু লা পাস। মঙ্গলবার এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। গত বছর তিব্বতের মানসরোবরে যাওয়ার অনুমতি ভারতীয় তীর্থযাত্রীদের দেয়নি চিন। চিনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছিল নাথু লা পাস। এর প্রধান কারণই ছিল ভারতীয় ও চিনা সৈন্যদের মধ্যে ৭৩ দিনের ডোকলাম জট।

সুষমা স্বরাজ জানিয়েছেন, ‘আমি চিনের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলেছি। তাঁদের জানিয়েছি, দুই দেশের সরকারের মধ্যে সম্পর্কের উন্নতি তখনই সম্ভব যখন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো হবে। গত বছর চিন নাথু লা পাস বন্ধ করে দেওয়ার কারণে ভারতীয় তীর্থযাত্রীদের মানসরোবর যাত্রায় যাওয়া সম্ভব হয়নি। তবে আমি খুশি এবার যাত্রার পথে আর কোনও বাধা নেই।’ এদিনই তিনি কম্পিউটারাইজড ড্র-এর মাধ্যমে বেছে নেন এবছরের তীর্থযাত্রীদের নাম। এঁদের সবাইকে এসএমএস এবং ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চার মাসের মানসরোবর যাত্রা শুরু হবে ৮ জুন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2I4UFSP

May 09, 2018 at 05:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top