আমুল, মাদার ডেয়ারির দুধ নিম্নমানের, দাবি দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ৫ মেঃ পরীক্ষায় পাশ করতে পারেনি আমুল, মাদার ডেয়ারির দুধও। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ওই দুই সংস্থার দুধের ২১টি নমুনায় ভেজালের প্রমাণ মিলেছে। তবে তাতে স্বাস্থ্যের কোনও ক্ষতির সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। তিনি বলেন, দুধে ৫ শতাংশ স্নেহপদার্থ থাকার কথা। সেখানে দুধের ২১টি নমুনায় মাত্র ৩ শতাংশ স্নেহপদার্থ ছিল।

এপ্রিলের শেষ সপ্তাহে দিল্লি জুড়ে মোট ১৭৭টি দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৬৫টি নমুনার ফল প্রকাশ্যে এসেছে। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবে তারা। সংস্থাগুলিকে এজন্য ৫,০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2If3hK5

May 05, 2018 at 05:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top