সোনম-আনন্দের বিয়েতে পরিবেশবান্ধব নিমন্ত্রণপত্র

মুম্বই, ৩মেঃ সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়েক খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশ্যে এল তাঁদের বিয়ের কার্ড। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।

আগেই শোনা গিয়েছিল, সোনম ও আনন্দ তাঁদের বিয়েতে কোনো নিমন্ত্রণপত্র ছাপাবেন না। সোনম নিজে যেহেতু প্রকৃতি প্রেমী,  তাই  পরিবেশসচেতন জুটি হিসেবে তাঁরা অতিথিদের নিমন্ত্রণের অন্য এক উপায় বেছে নিয়েছেন। অথিতিদের সংবর্ধনার জন্য তাঁরা তিনটি ভিন্ন নিমন্ত্রণপত্র তৈরি করেছেন ঠিকই কিন্তু সেটি কাগজের নয়, সেগুলি ‘ই-ইনভাইটেশন’। আমন্ত্রিত অতিথিদের মোবাইল ও ইমেলে সেই কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

জানা গিয়েছে, ৭ মে বান্দ্রার সানটেক সিগনেচার আইল্যান্ডে হবে মেহেন্দির অনুষ্ঠান। ৮ মে রকডেলে হবে বিয়ে।  এরপর ওইদিন রাতেই বিয়ের পার্টি হবে দ্য লীলাতে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JPu4K8

May 03, 2018 at 09:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top