রায়গঞ্জ, ৮ মেঃ যাত্রীবোঝাই গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ১৫ জন। মঙ্গলবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার তেতুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার নলপুকুর থেকে করণদিঘির পালসা গ্ৰামে যাওয়ার সময় তেঁতুলতলা এলাকায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর জখম যাত্রীদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে স্থানীয়রা। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ১৫ জনের মধ্যে ছয় জনের নাম পুলিশ জানাতে পারলেও বাকি নয়জনের পরিচয় এখনও জানতে পরেনি পুলিশ। জখম ছয়জনের নাম নুর ইসলাম (২৫), মিরাজ আলি(২০), কাশিম আলি(৩০), আকবর আলী (২৬), মনিরুদ্দিন আহমেদ (২৭) এবং গাড়ির চালক জাহাঙ্গীর আলম (২৫)। তাঁদের বাড়ি রায়গঞ্জ থানার মহিপুর গ্ৰাম পঞ্চায়েতের সনগাঁও এলাকায়। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, ‘রায়গঞ্জ থানার তেতুলতলা এলাকায় একটি যাত্রীবোঝাই গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। জখমদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করানো হয়েছে।’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IoyNFC
May 08, 2018 at 11:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন