নয়াদিল্লি, ১৬ মেঃ উত্তর ভারতে প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত। বুধবার ভোরে ফের দিল্লিতে আছড়ে পড়ে ধুলোঝড়। মৃত্যু হয় ১৮ বছরের এক তরুণের এবং ১৩ জন জখম হন। বিভিন্ন জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি, হোর্ডিং ও দেওয়াল পড়ে যাওয়ার খবর পাওয়া যায়।
এরই মধ্যে আগামী ৭২ ঘণ্টায় দিল্লি সহ উত্তর ভারতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা এবং নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই এমন পরিস্থিতি আরও কিছুদিন থাকবে। আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিমি বেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া আগামীকাল পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশের বিক্ষিপ্ত কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। হতে পারে হাল্কা বৃষ্টিও।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IkB8SF
May 16, 2018 at 04:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন