আগামী ৭২ ঘণ্টা উত্তর ভারতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

নয়াদিল্লি, ১৬ মেঃ উত্তর ভারতে প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত। বুধবার ভোরে ফের দিল্লিতে আছড়ে পড়ে ধুলোঝড়। মৃত্যু হয় ১৮ বছরের এক তরুণের এবং ১৩ জন জখম হন। বিভিন্ন জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি, হোর্ডিং ও দেওয়াল পড়ে যাওয়ার খবর পাওয়া যায়।

এরই মধ্যে আগামী ৭২ ঘণ্টায় দিল্লি সহ উত্তর ভারতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা এবং নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই এমন পরিস্থিতি আরও কিছুদিন থাকবে। আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিমি বেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া আগামীকাল পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশের বিক্ষিপ্ত কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। হতে পারে হাল্কা বৃষ্টিও।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IkB8SF

May 16, 2018 at 04:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top