করনের হাত ধরে ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিকে সিদ্ধার্থ

মুম্বই, ৪ মেঃ বলিউডে এখন ফ্যাশনে ইন বায়োপির তৈরি। রাজকুমার হিরানির পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিকের পর করণ জোহরকেও ছুঁয়েছে বায়োপিক তৈরিক নেশা। কারগিল যুদ্ধে শহিদ ক্যাপটেন বিক্রম বাত্রার জীবনের উপর তৈরি হতে চলেছে এই ছবি। প্রধান চরিত্রের জন্যে করণে পছন্দ সিদ্ধার্থ মলহোত্রা। এই ছবির কথা টুইট করে জানিয়েছেন করণ নিজেই। করণ জানান, বিক্রম বাত্রার জীবনকাহিনি সাহস এবং দেশপ্রেমের এক অনন্য যাত্রা।

কারগিলের যুদ্ধের এই নায়কের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে খুশি সিদ্ধার্থ। তিনি জানিয়েছেন, ‘শের শাহ বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুবই এক্সসাইটেড। তাঁর জীবন কাহিনী অনুপ্রেরিত করবে বহু মানুষকে। এবছরেই শুরু হবে ছবির শুটিং।’ কারগিল যুদ্ধের এই ‘নায়ক’-কে মৃত্যুর পর পরম বীর চক্র দেওয়া হয়।

ধর্মা প্রোডাকশনস ছাড়াও এই ছবির প্রযোজনার দায়িত্ব পেয়েছেন শাব্বির বক্সওয়ালা। সন্দীপ শ্রীবাস্তবের লেখা গল্পের ভিত্তিতে ছবিটি পরিচালনা করবেন বিষ্ণু বর্ধন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2jpIZj0

May 04, 2018 at 01:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top