ধর্ষণের অভিযোগে হলিউড সম্রাট উইনস্টাইনের আত্মসমর্পণ

সুরমা টাইমস ডেস্ক:: ধর্ষণের অভিযোগে আত্মসমর্পণ করলেন হলিউড সম্রাট হার্ভে উইনস্টাইন। অভিনেত্রীদের নিয়ে তার যৌন হয়রানি সামনে আসার পরেই সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রতিবাদ। সেই প্রতিবাদের চাপ আর কাটিয়ে উঠতে পারলেন না উইনস্টাইন। শুক্রবার নিউ ইয়র্ক পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন তিনি।

যুক্তরাষ্ট্রর ম্যানহাটনের জেলা আদালত দুই অভিযোগের ভিত্তিতে ৬৬ বছরের উইনস্টাইনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে। তবে আত্মসমর্পণের আগেই জামিন নেন তিনি। তার ভ্রমণের উপরও নিয়ন্ত্রণ জারি করা হবে। উইনস্টাইনের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান এই নিয়ে কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, গত কয়েক দশক ধরে প্রভাব খাটিয়ে একের পর এক অভিনেত্রীর উপর লালসা চরিতার্থ করেছেন উইস্টাইন। অবশেষে লুসিয়া ইভান্স নামে এক অভিনেত্রী উইস্টাইনের কুকীর্তি সামনে আনেন। এরপরেই ৭০ জনের বেশি নারী উইস্টাইনের বিরুদ্ধে মুখ খোলেন।

লুসিয়াই ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে জানিয়েছিলেন, হলিউড প্রডিউসার উইনস্টাইন তার সঙ্গে কাজ নিয়ে আলোচনা করবেন বলে ডেকে পাঠান। পরে তাকে ওরাল সেক্স-এ বাধ্য করেন।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2seGXpO

May 26, 2018 at 10:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top