দূষণ রুখতে এবার ই-বাস

কলকাতা, ৭ মেঃ কলকাতায় মাত্রাছাড়া দূষণ প্রতিরোধে এবার ই-বাস নামতে চলেছে পথে। প্রাথমিকভাবে ৮০টি বাস নামানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। এই বাস পথে নামলে শব্দ ও বায়ু দূষণ কমার আশা। স্বয়ংক্রিয় পদ্ধতিতে টিকিট কাটা সহ নানা সুবিধা মিলবে এই ই-বাসে। বাস টার্মিনাসে ব্যাটারি চার্জার থাকবে। পরিকল্পনা হচ্ছে বাসের মধ্যেই সোলার প্লেট বসানোরও। এর ফলে বাস চলার সময় আপনা থেকে অটোমেটিক ব্যাটারি চার্জ হবে।

পরিবহণ দপ্তর সূত্রে প্রকাশ, কোল ইন্ডিয়া ও হিডকোর পক্ষে এই বাস তৈরির পরিকল্পনা হয়েছে। কলকাতা সংলগ্ন নিউ টাউনে খুব শীঘ্রই এই ই-বাস নামবে। এরপর পর্যায়ক্রমে গোটা কলকাতায় এই বাস নামানোর কথা ভাবছে রাজ্য।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FT8VfF

May 07, 2018 at 11:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top