ভাঙর, ১২ মেঃ তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম গ্রেফতার, তাঁর ভাই খুদেও ফেরার। শনিবার ভাঙড়ে উত্তর গাজিপুরে আরাবুলের বাড়ি লাগোয়া বাগান থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা।
বহুদিন ধরে ভাঙড়ের জমি জীবিকা ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির দাবি ছিল, আরাবুলের বাড়ি ও লাগোয়া বাগানটি সমাজবিরোধীদের আস্তানা। অভিযোগ, গতকাল মিছিলে হামলা চালানোর আগে নাকি সেই বাগানেই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল।
আজ সকাল থেকেই আরাবুলের বাড়ি লাগোয়া বাগানে নেমে পড়েন বাসিন্দারা। এর পর গুপ্তধনের মতো উদ্ধার হতে থাকে লুকিয়ে রাখা রাশিরাশি বোমা। মাটির নীচে টিনের ড্রাম ও থার্মোকলের বাক্সে কাশের গুঁড়ো দিয়ে তা মজুত করে রাখা হয়েছিল। এলাকার মানুষের সন্দেহ, সেগুলো হয়তো পঞ্চায়েত নির্বাচনে ব্যবহারের জন্য ছিল। বাগানে রয়েছে বেশ কয়েকটি খড়ের গাদা, সেখান থেকেও প্রচুর বোমা মিলেছে। বোমা উদ্ধারের কথা স্বীকার করে নিয়েছেন বারুইপুরের পুলিশ সুপার অরিজিৎ সিংহ, তবে এলাকায় এক জন পুলিশও দেখা যায়নি।
স্থানীয় মানুষজনের অভিযোগ, আরাবুলের বাড়িতে যে অস্ত্রশালা রয়েছে, সে কথা পুলিশকে বহুবার জানিয়েও লাভ হয়নি। তাঁর বাড়ির সামনে থেকে রাইফেলের বাঁট পাওয়া গিয়েছে। বাসিন্দাদের দাবি, আরাবুলের বাড়িতেও চালোনো হোক তল্লাশি। তাহলে হয়ত মিলতে পারে আরও অস্ত্র।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IiOwTr
May 12, 2018 at 04:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন