চোপড়া, ১৭ মেঃ চোপড়ায় গণনাকেন্দ্রের বাইরে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ঘটনায় আহত হয়েছেন চোপড়া থানার আইসি সহ তিন পুলিশকর্মী। এদিন সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটে চোপড়া ব্লকের উদরাইল মোড় ও হাতিঘেঁষা মোড়ের মধ্যবর্তী এলাকায়। বিরোধীদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় বিরোধী দলের কর্মী-সমর্থকদের। সংঘর্ষের মধ্যেই গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ঘটনায় গুলিবিদ্ধ হন দুই কংগ্রেস কর্মী। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করেন কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা। বিজেপির আদিবাসী সংগঠন অস্ত্রশস্ত্র নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হন চোপড়া থানার আইসি পার্থসারথি মজুমদার। তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আহত হন আরও দুই পুলিশকর্মী। তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদদাতাঃ বিশ্বজিত্ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IpSGsA
May 17, 2018 at 12:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন