পুলিশের চাকরিতে মহিলাদের জন্য থাকছে সংরক্ষণ

আগরতলা, ২০ মেঃ চাকরির ক্ষেত্রে নতুন নিয়ম আনছে ত্রিপুরা সরকার। নতুন এই নিয়ম অনুযায়ী মহিলাদের জন্য পুলিশের চাকরিতে থাকছে সংরক্ষণ। শনিবার এবিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৈঠক করেন। তিনি জানান, গ্রুপ সি ও ডি পদে নিয়োগের জন্য পৃথক একটি বিভাগ গঠন করা হবে। সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া আরও সুষ্ঠু ও স্বচ্ছভাবে করতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পরিকাঠামো আরও উন্নত করা হবে।

এছাড়া, বিচার বিভাগীয় আধিকারিকদের বেতন ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। নতুন বেতন ২০১৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

রাজ্যের শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, ‘যোগ্য প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে আগেকার নিয়োগ নীতির পরিবর্তন করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পুলিশের সকল পদে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2kapz1J

May 20, 2018 at 01:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top