মুম্বই, ২২ মেঃ এভাবেও ম্যাচে ফিরে আসা যায়। ৯২ রানে ৭ উইকেট হারিয়েও ইনিংসের ৫ বল বাকি থাকতে ওভার বাউন্ডারি হাকিয়ে ম্যাচ কিভাবে পকেটে পুরতে হয় তা করে দেখাল চেন্নাই। মঙ্গলবার কোয়ালিফায়ারে লো-স্কোরিং ম্যাচে সানরাইজার্সকে ২ উইকেটে হারাল কিংসরা। এদিন টসে জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠায় মুম্বই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে প্রথম বলেই শূন্য রানে আউট হন শিখর ধাওয়ান। চেন্নাই বোলিং-এর সামনে একে একে ফিরে যেতে থাকেন হায়দরাবাদ ব্যাটসম্যানরা। অধিনায়ক উইলিয়ামসন ১৫ বলে ২৪ ও ইউসুফ পাঠানের ২৯ বলে ২৪ রান করেন। শেষের দিকে ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েটের অপরাজিত ২৯ বলে ৪৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান করে হায়দরাবাদ। মাত্র ১৪০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে আউট হন শেন ওয়াটসন। এরপর সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে কিছুটা লড়াই চালায় ফাফ ডুপ্লেসিস । ১৩ বলে ২২ রান করে আউট হন রায়না। তার পরের বলেই ফিরে যান আম্বাতি রায়াডু। মাহিও এদিন ব্যর্থ ১৮ বলে ৯ রান করে রশিদ খানের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ডুপ্লেসিস একাই লড়াই চালিয়ে গেলেও অপরদিক থেকে একের পর এর উইকেট হারাতে থাকে চেন্নাই। ১১৩ রানে ৮ উইকেট খুইয়ে বসে মাহির টিম। সেখান থেকে একা দলকে টেনে ম্যাচ বের করে নিয়ে আসেন ফাফ। ৪২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসটি সাজান ছিল ৫টি চার ও ৪টি ছক্কায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GFSoMw
May 22, 2018 at 11:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন