নাচোলে দুই বাসের মূখোমূখি সংঘর্ষে ৩০ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও নিয়ামতপুরের সীমান্তবর্তী ভেরেন্ডী বাজার এলাকায় বাসের মূখোমূখি সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে,এর মধ্যে দশজনের অবস্থা আশংকা জনক। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পালশা গ্রামের মুরশেদ আলম(৪০), হুজরাপুর গ্রামের বাদশা(৩৭),নাখরাজ পাড়ার খুবাইদ(৩০),নাচোল উপজেরার জগদইল গ্রামের মনোয়ারা(৬০), নাজমা (৪২), শীলা (১২),ঝিকড়া গ্রামের অজেদ আলী (৪৫),শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের নাহিদ(২৫), রহনপুর বাজার এলাকার শফিকুল ইসলাম (৪৫),রাজশাহী কাজিহাট্ট্রা এলাকার মনিরুল ইসলাম(৬৬), উপশহর এলাকার কামরুজ্জামান রানা(৫০), সাপাহার উপজেলার মাষ্টার পাড়ার মইদুল ইসলাম(৪৮), ফারহানা(৪০), সুলতানা(২০), সাবানা আক্তার (২০) ও পোরশা উপজেলার শীশা গ্রামের
সুফিয়া (৪৫)সহ আরো অনেকে।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ জানান বৃহস্পতিবার সকাল ১০ টায় নাচোল আড্ডা সড়কের নাচোল নিয়ামতপুর সীমান্ত এলাকার ভেরেন্ডী বাজার সংলগ্ন বাঘার সাকো নামক স্থানে বিআরটিসি বাসের সাথে নোকাল বাসের মূখোমূখি সংর্ঘ হয়, এতে অন্তত ৩০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রএ চিকিৎসা শেষে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঘটনার পর পর নাচোল থানা পুলিশ ও গোমস্তাপুর ফায়ার সাভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করে। পরে রাস্তা থেকে বাস দুটো সরাতে দীর্ঘক্ষন সময় লাগে। এসময় রাস্তার ২ পাশে শতশত যানবাহন আটকা পরে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক নাচোল/ ১০-০৫-১৮



from Chapainawabganjnews https://ift.tt/2IcfLyC

May 10, 2018 at 09:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top