শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগেই। কাগজ-কলমে বার্সেলোনার কাছে ম্যাচটির গুরুত্ব তেমন ছিল না। লা লিগা শিরোপা বঞ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদ। এখন চ্যাম্পিয়নস লিগেই তাদের চোখ। সঙ্গত কারণে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল না- ধারণা করেছিলেন অনেকে! তবে বার্সা-রিয়াল ম্যাচ বলে কথা! এ ম্যাচে উত্তেজনা ছড়াবে না তা কী হয়? পুরো ম্যাচেই রোমাঞ্চ ছড়াল, আগুন ঝরল। শেষ পর্যন্ত উত্তেজনায় ঠাসা এল ক্লাসিকো ড্র হল। এদিন দুদলেরই খেলোয়াড়দের শরীরী ভাষায় বারুদ স্ফূরিত হয়েছে। তবে এগিয়ে ছিলেন লিওনেল মেসিরা। দুবার এগিয়ে গিয়েও জিততে পারেননি তারা। কিন্তু শেষার্ধে ১০ জন নিয়ে ড্রও কম প্রাপ্তি নয়। রোববার নিজ দূর্গে শুরুতে রিয়ালকে চেপে ধরে বার্সা। গতিময় ফুটবলে অতিথিদের ব্যতিব্যস্ত রাখেন স্বাগতিকরা। ফলও আসে, ১০ মিনিটে সার্জিও রবার্তোর ক্রস ধরে দলকে লিড এনে দেন সুয়ারেজ। তবে বার্সার এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিট পরেই রিয়ালকে সমতায় ফেরান রোনাল্ডো। এর পর হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে খেলা। কেউ কাউকে নাহি ছাড় দিতে চায়- এ নীতিতেই এগিয়ে যায় খেলা। প্রথমার্ধের ইনজুরি টাইমে এর খেসারত গুণতে হয় রবার্তোকে। মার্সেলোর মুখে ঘুষি মারায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধে মাঠে নামেননি রোনাল্ডো। দলকে সমতায় ফেরানো গোল করার সময় চোট পান তিনি। তার পরও ১০ জনের বার্সাকে চেপে ধরে রিয়াল। তবে স্রোতের বিপরীতে এগিয়ে যান কাতালানরা। ৫২ মিনিটে বন্ধু সুয়ারেজের পাস থেকে নিশানাভেদ করে তাদের এগিয়ে দেন মেসি। ৫৭ মিনিটে মাঠ ছাড়েন নিজের শেষ ক্লাসিকোয় খেলা আন্দ্রেস ইনিয়েস্তা। তার বদলি হিসেবে নামেন পাওলিনহো। এর পর ছন্দময় ফুটবল উপহার দেয় বার্সা। একজন কম নিয়েও মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে রক্ষণ সামলাতে ব্যস্ত রাখেন তারা। এবার খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় রিয়াল।৬০ মিনিটে চমৎকার গোলে দলকে সমতা ফেরান গ্যারেথ বেল। শেষ সময়ে স্বাগতিকদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেন সফরকারীরা। তবে তাদের জমাট রক্ষণ ভাঙতে পারেননি তারা। শেষ পর্যন্ত থরে থরে নাটকীয়তায় ভরপুর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এতে লা লিগায় বার্সার অপরাজেয় যাত্রা অব্যাহত থাকল। আর মাত্র ৩টি ম্যাচে হার এড়াতে পারলে স্পেনসেরা লিগটির ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে ভালভার্দের দল। সূত্র: যুগান্তর আর/০৭:১৪/০৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HXJ10l
May 07, 2018 at 03:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top