রায়গঞ্জ, ১৪ মেঃ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার হলেন এক রিজার্ভ পোলিং আধিকারিক। ধৃত কর্মীর নাম শুভব্রত চক্রবর্তী। বাড়ি কালিয়াগঞ্জের রায় কলোনিতে। তিনি কালিয়াগঞ্জের ভান্ডার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গিয়েছে, সোমবার দুপুর থেকেই রটে যায়, রায়গঞ্জের দেবীপুর বুথের প্রিসাইডিং অফিসার গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। এই গুজব হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি সঠিক নয়। খবর পেয়ে জেলাপ্রশাসন বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তদন্তে জানা যায়, শুভব্রত চক্রবর্তী নামে এক রিজার্ভ পোলিং আধিকারিকই এই গুজব ছড়াচ্ছেন। ওই পোলিং আধিকারিকের মোবাইল ফোন খতিয়ে দেখা যায়, শুভব্রত হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর ঘনিষ্ঠ মহলে এই গুজব ছড়িয়েছেন। এরপরেই জেলা শাসকের নির্দেশে শুভব্রতকে গ্রেফতার করে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2jU8QQc
May 14, 2018 at 07:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন