জঙ্গল থেকে উদ্ধার দুটি কঙ্কাল, চাঞ্চল্য আসানসোলে

আসানসোল, ২৭ মেঃ আসানসোলের সালানপুরের জঙ্গল থেকে উদ্ধার হল দুটি নরকঙ্কাল। কঙ্কালের গায়ে লেগে থাকা কাপড়ের অংশ দেখে মনে করা হচ্ছে, এই দুই কঙ্কাল নিখোঁজ দুই বান্ধবীর।

স্থানীয় সূত্রে খবর, মাসখানেক আগে সালানপুরের শিবদাসপুরের দুই কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। যদিও তাদের আর খোঁজ পাওয়া যায়নি।

শনিবার বিকেলে জঙ্গলে দুটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে। কঙ্কাল দুটি নিখোঁজ কিশোরীদের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J8lCsO

May 27, 2018 at 03:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top