খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে: রিজভী

সুরমা টাইমস ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে বার বার গভীর উদ্বেগ প্রকাশ করা হলেও এখনও খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা নেয়নি সরকার। আমরা বার বার বলছি, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার। সরকার ও কারাকর্তৃপক্ষ কর্ণপাতই করছে না। উল্টো আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ তাদের দলীয় নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ইয়ার্কি-ঠাট্টা করছেন।

খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় ধূকে ধুকে কষ্ট দেওয়াটাই সরকারের মুখ্য উদ্দেশ্য অভিযোগ করে রিজভী বলেন, এর পেছনে সরকার প্রধানের চরম প্রতিহিংসা কাজ করছে। বেগম জিয়ার প্রতি সরকারের আচরণ চরম মানবাধিকার লঙ্ঘন ও আইনের লঙ্ঘন। গতকালও আমরা খবর পেয়েছি-তাঁর হাঁটু ও শরীরে প্রচন্ড ব্যথাসহ নানাবিধ জটিল শারীরিক সমস্যা তাকে আক্রান্ত করছে বলেও জানান তিনি।

দুই সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা এসপি ও খুলনায় পুলিশ কমিশনার। তাদের নির্দেশে দুই সিটিতে পুলিশি তাণ্ডব চলছে। গণতন্ত্রকে নিরুদ্দেশ করার ফাইনাল কল দিতেই এই পুলিশ কর্মকর্তাদের দিয়ে ভোটারদের ওপর দুরমুস চালানো হচ্ছে।

তিনি দাবি করেন, ভরাডুবির ভয়ে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না। আওয়ামী শাসন কখনোই ভোটাধিকার, নির্বাচন ও গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর হয়নি। গণমাধ্যমে একতরফা ফলাফল ঘোষনা করাই প্রধানমন্ত্রীর অভিপ্রায়। আবারও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গাজীপুরের এসপি ও খুলনার পুলিশ কমিশনারকে প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দলগুলোর সশস্ত্র তৎপরতায় শক্তিমান চাকমাসহ ছয়জন নিহতের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের পায়ের তলা থেকে জনসমর্থন সরে গেছে এবং তারা বেআইনী অস্ত্রকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে দূর্বৃত্তদের মাথায় হাত রেখে দেশ চালাচ্ছে বলেই সারাদেশ খুনখারাপীতে ভরে গেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মামুন আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2HRfvZV

May 06, 2018 at 12:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top