জয়পুর, ১২ মেঃ অষ্টমশ্রেণির পাঠ্যবইয়ে স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলককে ‘সন্ত্রাসবাদের জনক’ আখ্যা দেওয়া হয়েছে। আর তা শেখানো হচ্ছে রাজস্থানের উচ্চমাধ্যমিক বোর্ড স্বীকৃত একটি বেসরকারি উচ্চমাধ্যমিক স্কুলের পড়ুয়াদের। মথুরার একটি সংস্থা সমাজবিজ্ঞানের এই বইয়ের প্রকাশক।
পাঠ্যবইটিতে লেখা রয়েছে, ‘জাতীয় আন্দোলনের পথ দেখিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। তাই তাঁকে সন্ত্রাসবাদের জনক বলা হয়। ব্রিটিশদের কাছে অনুনয় করে স্বাধীনতালাভে বিশ্বাসী ছিলেন না তিলক। শিবাজি ও গণপতি উত্সবের মাধ্যমে সচেতনতা ছড়িয়েছিলে তিনি। সাধারণের মধ্যে স্বাধীনতার মন্ত্র ছড়িয়ে দিয়েছিলেন। সেজন্য ব্রিটিশদের চোখের বালি হয়ে উঠেছিলেন তিনি।’
পাঠ্যবইয়ে এই ধরনের শব্দ ব্যবহারের নিন্দা করেছেন বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর কৈলাস শর্মা। তিনি বলেন, ‘লোকমান্য তিলককে ‘সন্ত্রাসবাদের জনক’ বলা অত্যন্ত নিন্দাজনক। এই ধরনের স্পর্শকাতর বিষয়ে লেখার আগে ঐতিহাসিকদের আলোচনা করে নেওয়া উচিত।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wzUEF7
May 12, 2018 at 05:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন