শিলিগুড়ি, ৩১ মেঃ আইএনটিইউসি অনুমোদিত শিলিগুড়ি পৌর কর্মচারী কংগ্রেসের একটি বিক্ষোভকে ঘিরে উত্তাল হল শিলিগুড়ি পুরনিগম। অভিযোগ, এদিন মেয়রের কাছ থেকে কোনো সময় বা অনুমতি না নিয়েই প্রায় ১০০ আইএনটিইউসি কর্মী মেয়রের ঘরের সামনে যায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি রীতিমতো তান্ডব চালায়। একই সঙ্গে মেয়রের ঘরের সামনে থাকা নেমপ্লেটটি ভেঙে ফেলা হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, যেকোনো রাজনৈতিক দল বা যেকোনো পৌর কর্মচারী সমিতি তাদের অভিযোগ জানাতেই পারেন অথবা ডেপুটেশন দিতেই পারে। তবে বিনা অনুমতিতে তারা যেভাবে আজ মেয়রকে অবমাননা করেছেন তা মোটেই কাম্য নয়। এই ঘটনায় কোনো এফআইআর কেউ করেনি। গোটা ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি পৌর কর্মচারি কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমেন দাস রায় বলেন, গত ২৫ মে-র এমএমআইসি-র মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, অস্থায়ী কর্মচারীরা যে ছুটির সুবিধা পেতেন, সেই সুবিধা আর তাঁদের দেওয়া হবে না। এই প্রতিবাদেই এদিন ক্ষোভ প্রকাশ করেন অস্থায়ী কর্মীরা। ভাঙচুরের কোনো ঘটনা এদিন ঘটেনি।
তথ্য ও ছবিঃ ভাস্কর বাগচী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J0weKX
May 31, 2018 at 05:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন