ফ্লোরিডা, ১২ মেঃ এবার মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠাতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জোরকদমে চলছে মিশন ২০২০-র প্রস্তুতি। এব্যাপারে অনুসন্ধান আরও জোরদার করতে আগামী ২০২০-র মধ্যে ড্রোনের মতো মানবহীন চপারের ক্ষুদ্র সংস্করণ সেখানে পাঠানোর পরিকল্পনা করছে নাসা। দূর থেকে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হবে কপ্টারটিকে। একজোড়া ব্লেডের পাশাপাশি হালকা ওজনের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে কপ্টারটি পৃথিবী থেকে মঙ্গল পর্যন্ত উড়ে যাবে না। রোভার (চাকাযুক্ত রোবট)-এর সঙ্গে কপ্টারকে জুড়ে মঙ্গলে পাঠানো হবে। মার্স রোভার একটি চাকাযুক্ত রোবট। মঙ্গলে পৌঁছনোর পরই রোভার থেকে আলাদা হয়ে যাবে সেটি। এরপর রিমোটের সাহায্যে কপ্টারটিকে মঙ্গলের মাটি পরীক্ষার কাজে ব্যবহার করবেন মার্কিন বিজ্ঞানীরা। ২০২০ সালে ফ্লোরিডা থেকে মঙ্গলের উদ্দেশে রওনা দেবে নাসা-র মার্স-রোভার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IgiNSw
May 12, 2018 at 03:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন