রাজগঞ্জ, ৩ মেঃ বুধবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল রাজগঞ্জের টাকিমারি চর। সংঘর্ষে দু-পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। ছয়টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের ছয়জন গুরুতর জখম অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি। প্রায় ২০০ বিজেপি কর্মী ঘরছাড়া বলে দলীয় সূত্রের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রচারকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। ধারাল অস্ত্র নিয়ে দু-পক্ষই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালেও এলাকার পরিস্থিতি থমথমে। টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। তারা সবাই তাদের সমর্থক বলে দাবি করেছে বিজেপি।
ছবিঃ জলপাইগুড়িতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহতদের চিকিৎসা চলেছে।–রণজিৎ বিশ্বাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rfYeOM
May 03, 2018 at 10:05AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন