গোমস্তাপুরে ধান বোঝাই পাওয়ার টিলার উল্টে ১৫ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ধান বোঝাই পাওয়ার টিলার উল্টে ১৫ জন ধান কাটা শ্রমিক আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সরাইগাছী সড়কের জিনারপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন শহীদুল (২৮), জুয়েল (২০), গুলজার (৩০), টুটুল (২০), জুয়েল (২০), সুমন (২৫), দোয়েল (২৫), বাবু (২৫), রমজান (২৫), আহাদ (২৫), সুমন-(৩০)। আহতদের সকলের বাড়ী শিবগঞ্জ উপজেলার চককির্ত্তী গ্রামে বলে জানা গেছে।
রহনপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, নওগাঁর পোরশা এলাকা থেকে শিবগঞ্জ গামী ধান বোঝাই একটি পাওয়ার টিলার যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় রাস্তায় উল্টে গেলে ১৫ জন ধান কাটা শ্রমিক আহত হন। পরে স্থানীয় লোকজন ও রহনপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক গোমস্তাপুর/ ১২-০৫-১৮



from Chapainawabganjnews https://ift.tt/2jVASuK

May 12, 2018 at 09:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top