শিবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৩৫ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৫৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট পেশ করেন হিসাব রক্ষণ কর্মকর্তা আবদুল কুদ্দুশ। এবারের প্রস্তাবিত এ বাজেটে নিজস্ব খাত হতে অর্থাৎ ট্যাক্স বাবদ আয় ধরা হয়েছে ১ কোটি ১৪ লাখ ২৬ হাজার ৮ টাকা, রেইট হতে ১৬ লাখ ৮ হাজার ৫৮২, ফিস ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, প্রারম্ভিক জের ৫ লাখ, অন্যান্য খাতে ১০ কোটি ২৭ লাখ ৩০ টাকা এবং সরকারি রাজস্ব অনুদান খাত হতে আয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা। এ খাতে মোট আয় ১২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ২২ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৮ হাজার ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৫৯০ টাকা।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, সচিব মোবারক হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, উপ-সহকারী প্রকৌশলী মজিবর রহমান, সকল ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৯-০৫-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2xnKvMn

May 29, 2018 at 09:18PM
29 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top