পাড়ার খবরে চোখ রাখতে নয়া অ্যাপ গুগলের

নয়াদিল্লি, ৩১ মেঃ স্থানীয় এলাকা সম্পর্কে তথ্য জানতে ব্যবহারকারীদের সাহায্য করতে গুগল ইন্ডিয়া একটি নতুন সোশ্যাল অ্যাপ লঞ্চ করল। বৃহস্পতিবার মুম্বইতে এক অনুষ্ঠানে ‘নেইবারলি’(Neighbourly) নামে অ্যাপটি লঞ্চ করল টেক-জায়ান্ট।

গুগল আজ জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে স্থানীয় তথ্য আদান-প্রদান করা সম্ভব। এর আগে Tez, Areo, Station, Youtube Go-এর মতো অ্যাপ লঞ্চ করেছিল গুগল। এবার ভারতের স্থানীয় তথ্য শেয়ারের অ্যাপ লঞ্চ করল সংস্থা।
কোনো নির্দিষ্ট এলাকার বাসিন্দা ওই এলাকা সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে গুগল নেইবারলি-র মাধ্যমে তা জানতে পারবেন তিনি।

ইংরেজি ছাড়াও এই অ্যাপে ৮টি আঞ্চলিক ভাষায় ব্যবহার করা যাবে। এছাড়াও গুগল ভয়েস রিকগনেশন সিস্টেম এবং গুগল ম্যাপ-এর সুবিধা রয়েছে এখানে।
তবে ব্যবহারকারীরা চাইলে নিজের পরিচয় গোপন রেখে স্থানীয় অ্যাপে চ্যাট বা তথ্য শেয়ার করতে পারবেন। ইউজারের ব্যক্তিগত তথ্য শেয়ার না করে ব্রাউজ, এফএকিউ-তে অংশ নেওয়া যাবে। এছাড়াও গ্রুপ বানিয়ে সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে বিভিন্ন উদ্যোগে সামিল হতে পারবেন ব্যবহারকারীরা।

প্রথমে শুধু মুম্বইতে অ্যান্ড্রয়েড ইউজাররা এই অ্যাপের বেটা ভার্সন ব্যবহার করতে পারবেন। প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এরপর অন্যন্য শহরগুলোতে অ্যাপটি লঞ্চ করা হবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L6oHa3

May 31, 2018 at 07:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top