‘দলিতদের বাড়িতে মশা কামড়ায়’ ফের সমালোচনার মুখে যোগীরাজ্যের মন্ত্রী

নয়াদিল্লি, ৪ মেঃ দলিত সম্পর্কে বেফাঁস মন্তব্য করে ফের সমালোচনার কেন্দ্রে যোগী সরকারের মন্ত্রিসভার সদস্যা, শিক্ষামন্ত্রী অনুপমা জয়সওয়াল।

রাজ্যের দলিত অধ্যুষিত গ্রামগুলির জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সেগুলো সম্পর্কে সাংবাদিকদের বোঝাচ্ছিলেন শিক্ষামন্ত্রী। আর সেখানেই তিনি বলেন, ‘এই প্রকল্পগুলি ওদের জন্যই নেওয়া। এই প্রকল্প সম্পর্কে বোঝাতে দলিতদের বাড়িতে যেতে হয়। ওখানে মশার কামড় খেতে হয়েছে। তবু আমি চারবার গিয়েছি। অন্যরা দু’বারও যেতে চান না।’ এই ছিল শিক্ষামন্ত্রীর মন্তব্য। যা প্রকাশ্যে আসতেই উষ্কে দেয় নতুন বিতর্ক।
সম্প্রতি উচ্চ বর্ণবাদীর তকমা কাটিয়ে দলিত ভোট নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বিজেপি সরকার। দলিতদের বাড়ি বাড়ি যাচ্ছেন দলের নেতা মন্ত্রীরা। আর তার মাঝে মন্ত্রীদের বিতর্কিত কাণ্ড কারখানা দলের অস্বস্তি বাড়িয়েই চলেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HSU5fa

May 04, 2018 at 06:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top