বিশ্ব শোবিজ অঙ্গনের অভিনয়শিল্পীরা বর্তমান সময়ে বেশ সোচ্চার যৌন হয়রানির বিষয়ে। এ নিয়ে ভারতীয় বহু অভিনেত্রীরাও সিনেমা জগতে তাদের সঙ্গে ঘটা কাস্টিং কাউচ-এর মতো নানান ঘটনা তুলে ধরেছেন। কিছু দিন আগে ভারতের দক্ষিণী (তেলেগু) সিনেমার অভিনেত্রী শ্রী রেড্ডি রাস্তার মাঝে অর্ধ্বনগ্ন হয়ে কাস্টিং কাউচের প্রতিবাদ জানান। সম্প্রতিকালে ভারতের দক্ষিণী সিনেমার বিপুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, শুধু সিনেমা নয় সব ইন্ডাস্ট্রিতেই কাস্টিং কাউচের বিষয়টি রয়েছে। আমি আলাদাভাবে কোনো ব্যক্তির আচরণ অথবা গুণ নিয়ে মন্তব্য করতে পারব না। সব ক্ষেত্রেই খারাপ মানুষ রয়েছে। তবে আমি তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতে গত ৮ বছর ধরে কাজ করছি। আমার প্রথম সিনেমাটি হিট হওয়ায় আমাকে খুব বেশি স্ট্রাগল করতে হয়নি। আরো বলেন, আমার অন্তরের অন্তস্থল থেকে বিশ্বাস করি, সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো বিষয়ও রয়েছে। ইন্ডাস্ট্রিতে আমি সবচেয়ে ভালো মানুষের দেখা পেয়েছি যারা অনেক উপকারী। এজন্য আমি সন্তানের মা হওয়ার পরেও ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। এছাড়া খুশির খবর হলো- যৌন হয়রানির বিষয়ে তদারকি করতে সরকার পৃথক বিভাগ চালু করেছে। উল্লেখ্য, ভারতের গোয়ায় ৬ সেপ্টেম্বর দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বিয়ে করেন সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যকে। ঘটা করে আয়োজন করা হয়েছিল নাগা ও সামান্থার বিবাহ অনুষ্ঠান। ২০১৭ সালের গোড়ার দিকেই বাগদান সারেন তারা। সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রাঙ্গাস্থালাম। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন সুপারস্টার রাম চরণ। বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এছাড়া মুক্তির অপেক্ষায় তার মহানতি সিনেমাটি। বর্তমানে এর প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন এই দক্ষিণী লাস্যময়ী অভিনেত্রী। আরও পড়ুন: প্রিয়াঙ্কা হার মানিয়েছে জেনিফার লোপেজকে তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rtMh8s
May 09, 2018 at 04:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন