মালদায় ব্যালট বস্ক নিয়ে চম্পট সশস্ত্র দুষ্কৃতীদের

মালদা, ১৬ মেঃ সোমবার বিভিন্ন জায়গায় গন্ডগোলের জেরে আজ হয় পুনর্নিবাচন। তবে হেরফের হয়নি পরিস্থিতির। অব্যাহত হিংসা। আজ ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রতুয়া ১ নম্বর ব্লকের বাহারালের বাখরা প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ নম্বর বুথে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। প্রকাশ্যে বন্দুক হাতে বুথে তাণ্ডব চালায় তারা। ব্যালট বক্স নিয়ে পালিয়ে যায় আমবাগানে। ভয়ে বুথ ছেড়ে পালান ভোটকর্মী, ভোটার ও পুলিশকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বুথে দুষ্কৃতীরা বন্দুক, পিস্তল, ধারালো অস্ত্র নিয়ে হানা দেয়। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় এলাকা।

প্রায় তিন ঘন্টা পর পুলিশ এসে ব্যালট বক্স উদ্ধার করে নিয়ে আসে। পেরিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে এসে পুনরায় ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়।

এই মুহূর্তে চলছে পুলিশের টহলদারি। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িও। ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rK2szc

May 16, 2018 at 05:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top