আসছে অজানা প্রাণঘাতী রোগ, ৬ মাসেই মরবে ৩ কোটি…….!

সুরমা টাইমস ডেস্ক:: পৃথিবীতে আসছে নতুন এক প্রাণঘাতী রোগ। এ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়বে দেশে দেশে। অপ্রতিরোধ্য এ রোগের কারণ বুঝে ওঠার আগেই ৬ মাসের মধ্যে মারা যেতে পারে ৩ কোটি মানুষ।

শুক্রবার ম্যাসাচুসেটস মেডিকেল সোসাইটি ও দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন আয়োজিত মহামারী বিষয়ক এক আলোচনায় এমনটা বললেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ।

তিনি বলেন, এ রোগ আগামী দশকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে দেশে দেশে। এ মরণব্যাধি মোকাবেলায় প্রস্তুত নয় বিশ্ব।

তিনি আরও বলেন, আমরা বিশ্বব্যাপী শিশুদের দারিদ্রমুক্ত করছি। পোলিও ও ম্যালেরিয়ার মত রোগ নির্মূলে ভালো কাজ করছি। কিন্তু একটি ক্ষেত্র রয়েছে যেখানে বিশ্ব বেশি এগোতে পারেনি। তা হচ্ছে মহামারি বিষয়ে প্রস্তুতি। যদিও বর্তমান বিশ্বে মানুষ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছে যাচ্ছে।

বিল গেটস ইন্সটিটিউট ফর ডিজিজ মডেলিং এর একটি রিপোর্টের অনুলিপি উপস্থাপন করেন। তাতে দেখা যায় যে ১৯১৮ সালে প্রাদুর্ভাব ঘটা এক মহামারি ফ্লুতে ৫ কোটি লোক মারা গিয়েছিল। আর ওই রকম একটি নতুন ফ্লুতে মাত্র ৬ মাসের মধ্যে ৩ কোটি মানুষের মৃত্যু হতে পারে।

সূত্র: বিজনেস ইনসাইডার, দ্য ইন্ডিপেনডেন্ট



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2HBQX6Y

April 30, 2018 at 11:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top