হাতির দেহ উদ্ধার, টহলদারি নিয়ে প্রশ্ন

শামুকতলা, ১২ মেঃ  বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ববিভাগ) নর্থ রায়ডাক রেঞ্জের কার্তিকা জঙ্গল থেকে একটি হাতির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বেলা ২ টা নাগাদ হাতিটির মৃতদেহের খোঁজ মেলে। ময়নাতদন্তের পর শনিবার মৃতদেহটি পুড়িয়ে ফেলা হয়। কোনো হাতি মারা গেলেও সেটির বিশালাকার দেহ পচতে বেশ কিছুটা সময় নেয়। সেই সময়ের মধ্যে হাতিটির মৃতদেহ কেন বনকর্মীদের নজরে এল না তা নিয়ে প্রশ্ন উঠছে। বনকর্মীদের টহলদারিতে কোনো ফাঁক রয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2jTET2Y

May 13, 2018 at 12:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top