কচ্ছপের হাড় সহ আটক তিন পাচারকারী

মালদা, ১ মেঃ বাংলাদেশে পাচার করার আগে কচ্ছপের হাড় সহ বিএসএফের হাতে ধরা পড়ল তিন পাচারকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদার বৈষ্ণবনগর থানার টোলপ্লাজা এলাকায় একটি সরকারি বাস থেকে ওই তিনজনকে আটক করে বিএসএফ। তাদের কাছে থাকা পাঁচটি ব্যাগ থেকে ৬০ কেজি কচ্ছপের হাড় উদ্ধার হয়। জেরায় ওই তিনজন জানায়, বৈষ্ণবনগরের সীমান্তবর্তী গ্রাম শ্মশানীতে এক ব্যক্তিকে আরও কিছু কচ্ছপের হাড় তুলে দিয়েছে তারা। সেই মোতাবেক শ্মশানী এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে ৪১ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে বিএসএফ। সেখান থেকে কাউকে ধরা সম্ভব হয়নি।

বিএসএফের ডিআইজি রুবি রঞ্জন জানান, বৈষ্ণবনগরের দুটি এলাকায় অভিযান চালিয়ে ১০১ কেজি কচ্ছপের হাড় সহ তিনজনকে আটক করা হয়। ওই তিনজন উত্তরপ্রদেশের বাসিন্দা। কচ্ছপের হাড়গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল তাদের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JFyLpM

May 01, 2018 at 08:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top