গোদাবরীতে নৌকো উলটে নিখোঁজ বহু

হায়দরাবাদ, ১৬ মেঃ ৪০ জন যাত্রী নিয়ে গোদাবরী নদীতে উলটে গেল একটি নৌকো। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের দেবিপটনামে। এখনও পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা গেছে। বাকিরা নিখোঁজ। তাঁদের উদ্ধার করতে রাজামুন্ড্রিতে পাঠানো হয়েছে নৌসেনার উদ্ধারকারী দল ও ডুবুরি।

গতকাল বিকেল সাড়ে ৩টে নাগাদ যাত্রী বোঝাই একটি নৌকো গোদাবরী নদীতে দেবিপটনাম থেকে রওনা দেয় কোন্ডামোডালুর উদ্দেশে। কিছুক্ষণ পর শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উলটে যায় নৌকোটি। জানা গিয়েছে, ঘটনাস্থলে পাঠানো হয়েছে দু’টি হেলিকপ্টার ও ডুবুরি। দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে জানিয়েছেন, ‘অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় নদীতে নৌকো উলটে যাওয়ার ঘটনায় দুঃখিত। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের সদস্যদের জন্য সমবেদনা রইল।’ সোশাল সাইটে দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kot7IX

May 16, 2018 at 01:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top