প্রতারণার শিকার কোচবিহার পুরসভার চেয়ারম্যান

কোচবিহার, ২৬ মেঃ প্রতারণার শিকার হলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং। বৃহস্পতিবার তাঁর মোবাইলে ফোন করে নিজেকে ব্যাংক কর্মী বলে পরিচয় দেয় এক প্রতারক। বলা হয়, ভূষণবাবুর ক্রেডিটকার্ড বন্ধ হয়ে গিয়েছে। তা ফের চালু করার কথা বলে ভূষণবাবুর আধার ও ক্রেডিটকার্ডের নম্বর এবং মোবাইলে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চাওয়া হয়। সেগুলি বলেও দেন ভূষণবাবু। এরপর তাঁর অ্যাকাউন্টের টাকা দিয়ে দফায় দফায় ৬৭ হাজার টাকার কেনাকাটা ও বিল মেটানো হয় বলে অভিযোগ। প্রতারণার ফাঁদে পড়েছেন বুঝতে পেরে বৃহস্পতিবারই কোতোয়ালি থানায় অভিযোগ জানান ভূষণবাবু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

লিড ব্যাংকের ম্যানেজার সঞ্জয় কুমার বলেন, ‘ব্যাংকের কর্মীরা কখনও ফোন করে তথ্য চান না। সাধারণ মানুষকে সচেতন হতে হবে। গ্রাহকদের সতর্ক করার জন্য আমরা সংবাদপত্রে বিজ্ঞাপনও দিচ্ছি, যাতে কেউ এ ধরনের ফাঁদে পা না দেন।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KX21ca

May 26, 2018 at 04:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top