বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ২য় আভ্যন্তরিণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬-২০১৮ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬মে) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, হেলাল আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য জামাল মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।
উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম।
ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে ক্যারেম প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন তজম্মুল আলী রাজু, রানার্স-আপ জামাল মিয়া, গাফলা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন নূর উদ্দিন, রানার্স-আপ এমদাদুর রহমান মিলাদ এবং লুডু প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন প্রনঞ্জয় বৈদ্য অপু ও রানার্স-আপ হয়েছেন রফিকুল ইসলাম জুবায়ের। বিজয়ী ও অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার ও সম্মানী তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2KqqWEK
May 15, 2018 at 05:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.