চালসা, ১৬ মেঃ কেটে ফেলা হল শতাধিক মুল্যবান অপরিণত গাছ। মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকার একটি বেসরকারি রিসর্টের ঘটনা। জানা গিয়েছে, ওই রিসর্ট চত্ত্বরে তিন বছর আগে বেশ কিছু মূল্যবান গাছ লাগায় রিসর্ট কতৃপক্ষ। প্রতিটি গাছের উচ্চতা প্রায় ৮ থেকে ৯ ফুট। বুধবার সকালে রিসর্টের কর্মীরা ওই গাছ বাগানে গিয়ে দেখেন, বাগানের সমস্ত গাছ কাটা। বেশ কয়েকটি গাছ শুকিয়েও গিয়েছে। রিসোর্টের কর্মী মলয় মিত্র বলেন, বুধবার সকালে বাগানে গিয়ে তিনি দেখেন, সব গাছ কাটা অবস্থায় নীচে পরে রয়েছে। আম, ডালিম, পেয়ারা, তেজপাতা, জাম ইত্যাদি গাছও ছিল তার মধ্যে। অনুমান, মঙ্গলবার রাতেই কেউ এই কাণ্ড ঘটিয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত জানেননা কেউ। এদিনই বিষয়টি রিসর্ট কর্তৃপক্ষের তরফে লিখিতভাবে মেটেলি থানায় জানানো হয়। শতাধিক গাছ কাটার ফলে ক্ষুদ্ধ পরিবেশপ্রেমীরাও। চালসার এক পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, গাছ লাগানোর জন্য যেখানে সরকারি উদ্যোগে কোটি কোটি টাকা খরচ করে প্রচার করা হচ্ছে। সেখানে এতগুলো অপরিণত গাছ কেটে ফেলল কেউ! দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মেটেলি থানার ওসি প্রবীর দত্ত বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করা হবে।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L6dVBq
May 16, 2018 at 03:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন