বিশ্বভারতীর সমাবর্তনে মোদি-মমতা-হাসিনা

শান্তিনিকেতন, ২৫ মেঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকেতনের আম্রকুঞ্জের অনুষ্ঠানমঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত রয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।

শুক্রবার উদ্‌বোধন অনুষ্ঠানের পর মোদি-হাসিনা বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, তিস্তার জলবণ্টন বা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো স্পর্শকাতর বেশকিছু প্রসঙ্গ উঠে আসতে পারে দুই প্রধানমন্ত্রীর আলোচনায়। প্রত্যেকটি ইশ্যুতেই পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকায় ওই আলোচনায় হাজির থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে, শনিবার কলকাতায় হাসিনার সঙ্গে আলাদাভাবে কথা হবে মমতার। সেখানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে তিস্তার জলবণ্টন নিয়ে কথা উঠবেই। এমনকী রায়ডাক ও অন্য নদীর জল দেওয়া নিয়ে মমতার বিকল্প প্রস্তাব নিয়েও মতামত জানাতে পারেন হাসিনা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J6u6QQ

May 25, 2018 at 11:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top