কর্নাটকের রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিমকোর্টে রাম জেঠমালানি

নয়াদিল্লি, ১৭ মেঃ বিজেপি-কে সরকার গড়তে ডাকার জন্য কর্নাটকের রাজ্যপালের বিরোধিতা করে ব্যক্তিগতভাবে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন বর্ষীয়ান আইনজীবী রাম জেঠমালানি। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আবেদন করেন জেঠমালানি। তিনি জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আদালতে শুনানি হয়। জেঠমালানি জানিয়েছেন, কর্নাটক রাজ্যপালের এই নির্দেশ (বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ) সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার। এই নির্দেশ দিয়ে তিনি রাজ্যপালের দপ্তরের সম্মানহানি করেছেন। প্রবীণ আইনজীবীর দাবি, তিনি কোনও দলের পক্ষে বা বিপক্ষে আসেননি। তিনি মামলা দায়ের করেছেন কারণ, রাজ্যপালের নেওয়া সংবিধান-বহির্ভূত সিদ্ধান্তে তিনি মর্মাহত।

রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার রাতেই সুপ্রিমকোর্টের বিশেষ মামলা দায়ের করে কংগ্রেস ও জেডি(এস)।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IpT7CZ

May 17, 2018 at 04:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top