সরকার গঠনে কর্ণাটকে সাসপেন্স, ঘুষ দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বেঙ্গালুরু, ১৬ মেঃ কর্ণাটকে সরকার গড়ার সাসপেন্স যেন কিছুতেই শেষ হতেই ছাইছে না। সরকার গঠনের জোর তৎপরতা কংগ্রেস-জেডিএস এবং বিজেপি উভয় শিবিরেই। সূত্রের খবর, সরকার গঠনের দৌড়ে অনেকটাই এগিয়ে বিজেপি। বিজেপির মুখমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পাকে ডাকতে পারেন রাজ্যপাল। এমন হলে আগামীকাল হবে শপথগ্রহণ অনুষ্ঠান। আজই বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন ইয়েদুরাপ্পা।

অন্যদিকে, সরকার গঠনের জন্য তৎপরতা জেডিএস শিবিরেও। দলের পরিষদীয় নেতা নির্বাচিত হয়েছেন এইচডি কুমারস্বামী। তাঁর অভিযোগ, ঘুষ দিয়ে ঘোড়া কেনাবেচার মাধ্যমে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। আরও অভিযোগ, তাঁর দলের বিধায়কদের ভাঙাতে ১০০ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি। তিনি বলেন, তিনি জানতে চান এই অর্থ কালো না, সাদা।
জাভড়েকর অবশ্য এই অভিযোগ খারিজ করে বলেন, আসলে ওদের বিধায়করাই জোট নিয়ে খুশি নন।
কুমারস্বামী বলেছেন, কংগ্রেস ও জেডিএসের মিলিত আসন সংখ্যা ১১৬। কিন্তু তাঁর ভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে ঘোড়া কেনাবেচার মাধ্যমে সরকার গঠন করতে চাইছে বিজেপি।
তিনি আরও বলেন, সরকার গড়তে কোন দলকে ডাকা হবে, তা রাজ্যপালের ওপর নির্ভর করছে। কিন্তু প্রয়োজনীয় সদস্যের সমর্থন ছাড়া বিজেপি কীভাবে সরকার গঠন করবে, সেই প্রশ্ন তোলেন তিনি।

বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Iky5tQ

May 16, 2018 at 04:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top