৬৬ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ ধৃত ২

কলকাতা, ৮ মেঃ ১৯টি সোনার বিস্কুট সহ দু’জনকে গ্রেফতার করল শুল্ক বিভাগ। কলকাতা জোড়াবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম তুষার কদম ও সঞ্জয় চৌহান। তাদের কাছ থেকে ১৯টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন ২ কেজি ৮৫ গ্রাম। বাজারমূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা বলে জানিয়েছে শুল্ক বিভাগ। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে।

জোড়াবাগান থেকে চলত সোনার চোরাকারবার। সেই খবরের ভিত্তিতে সোমবার রাতে শুল্ক বিভাগের আধিকারিকরা সেখানে হানা দিয়ে দু’জনকে গ্রেফতার করে। শুল্ক বিভাগ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের অসুরক্ষিত সীমানা দিয়ে এদেশে সোনার বিস্কুট নিয়ে আসা হত। দুবাইয়ে কম দামের সোনা কিনে গয়না হিসেবে এদেশে বিক্রি করত তারা। এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না তার খোঁজ নিচ্ছে শুল্ক বিভাগ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ImTt0w

May 08, 2018 at 12:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top