নয়াদিল্লি, ২৪ মেঃ পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস (পেটা)-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা পশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তাঁদের দাবি, অভিনেতা পশুদের ওপর হামলাকারীদের কঠিন শাস্তিরও দাবি তুলেছেন। তিনি বলেছেন, পশুদের ওপর নির্মমভাবে যাঁরা অত্যাচার করেন, বর্তমান আইন অনুযায়ী, তাঁদের মাত্র ৫০ টাকা জরিমানা করা হয়। সিদ্ধার্থের কথায়, হাতের মধ্যে সামান্য একটা চড় মারা, আর এই জরিমানা সমান। পশুদের ওপর যাঁরা অত্যাচার করেন, তাঁরা অন্য মানুষকেও আঘাত করতে পারেন, তাঁদের আরও কঠিন শাস্তি পাওয়া উচিত্।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2II3H8D
May 24, 2018 at 06:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন