ডিবি পরিচয়ে নিখোঁজ ইলিয়াস আলীর বাসায় ‘তল্লাশির’ চেষ্টা

elias_Ali_new_২-2বিশ্বনাথ  (সিলেট) প্রতিনিধি :: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর রাজধানীর বনানীর সিলেট হাউসের বাসায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে তল্লাশির চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে বাসার লোকজনের চিৎকারে বাড়ির বাইরে অবস্থান নেয়। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ইলিয়াসপত্নী লুনা বলেন, ‘রাত সাড়ে ৩টার একটু আগে ডিবি পুলিশের একটি দল আমাদের বাসার সামনে অবস্থান নেয়। তাঁরা বাড়ির গেট খুলত বললেও আমরা গেট খুলিনি। তাঁরা জোর করে প্রবেশ করতে চাইলে আমরা চিৎকার করি। এ সময় তাঁরা বাড়ির বাইরে অবস্থান নেয়।’
‘হঠাৎ করে সাদা পোশাকের একদল লোক এসে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেন। তাঁরা বাড়ির দরজা খুলে দিতে বলেন, কিন্তু তাদের পরিচয় নিশ্চিত না হওয়ায় গেট খোলা হয়নি।’
লুনা বলেন, ‘এত রাতে কেন পুলিশ আমাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করছে এ বিষয়ে আমি কিছুই জানি না।’ তিনি আরো বলেন, ‘আমাদের বাড়ির সামনে ডিবি পুলিশের অবস্থানের খবর শুনে গণমাধ্যমকর্মীরা আসেন। গণমাধ্যমকর্মীরা আসার কিছু সময় পর রাত সাড়ে ৪টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা বাড়ির সামনে থেকে সরে গিয়ে আশপাশে ঘোরাঘুরি করে।’
এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সেহেরির আগে ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক নিখোঁজ ইলিয়াস আলীর বনানীর ন্যাম ভিলেজের বাসায় অভিযান চালানোর চেষ্টা করে। এ সময় ইলিয়াস আলীর স্ত্রীর চিৎকারে তাঁরা বাড়ির বাইরে অবস্থান নেয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে নিজ বাসায় ফেরার পথে ঢাকার মহাখালী থেকে নিখোঁজ হন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলী।
মধ্যরাতে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর গাড়িটি উদ্ধার করে পুলিশ। তবে সেই থেকে এখন পর্যন্ত ইলিয়াস আলী নিখোঁজের কারণ রহস্যই রয়ে গেছে।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2kem22x

May 22, 2018 at 03:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top