ক্রিস গেইল ও বিতর্ক হাত ধরাধরি করে চলে। বিপক্ষ বোলারদের পিটিয়ে যেমন শিরোনামে থাকেন, তেমনি বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দেন। ২০১৬ বিগব্যাশ চলাকালীন একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করে ফেলেছিলেন গেইল, যা নিয়ে বিতর্ক অনেকদূর গড়িয়েছিল। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ইয়ান চ্যাপেল যে সাক্ষাৎকারের পর বলেছিলেন, গোটা ক্রিকেটবিশ্বের তরফ থেকে গেইলকে নির্বাসিত করা হোক। কিছুদিন আগেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সেই বিতর্কের কথা তোলে গেইলের সামনে। ক্যারিবিয়ান দৈত্য যার জবাবে বলেন, ইয়ান চ্যাপেল আবার কে? ২০১৬র সেই সাক্ষাৎকারে বেশ কিছু আপত্তিজনক মন্তব্য করেছিলেন গেইল, যা ভালোভাবে নেননি ইয়ান চ্যাপেল। বিতর্কিত মন্তব্যের জন্য জরিমানা করা হয়েছিল তাকে। গেইল ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু সেই ঘটনার দুই বছর পরও যে বদলাননি গেইল, তা আবার প্রমাণিত হল। না হলে কী আর বলে দেন, কে ইয়ান চ্যাপেল? সূত্র: যুগান্তর এমএ/ ০১:০০/৩১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J0O3cQ
May 31, 2018 at 07:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top