পর্দা নেমেছে আইপিএলের একাদশ আসরের। রোববার রাতে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এটা তাদের তৃতীয় শিরোপা। সাতবার ফাইনালে উঠে তিনবার শিরোপা জিতেছে ধোনিবাহিনী। রানার্স-আপ হয়েছে হায়দরাবাদ। সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। আর সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের আন্দ্রে টাই। আর সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। দেখে নেওয়া যাক এবারের আইপিএলে কে কোন পুরস্কার পেল এবং কোনটার মূল্য কত : ১. চ্যাম্পিয়ন : চেন্নাই সুপার কিংস (২০ কোটি রূপি) ২. রানার্স-আপ : সানরাইজার্স হায়দরাবাদ (১২ কোটি ৫০ লাখ রূপি) ৩. ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ও সুপার স্ট্রাইকার : চেন্নাই সুপার কিংসের শেন ওয়াটসন (৫ লাখ ও ১ লাখ রূপি) ৪. অরেঞ্জ ক্যাপ (সার্বোচ্চ রান) : ১৭ ম্যাচে ৭৩৫ রান, হায়দরাবাদের কেন উইলিয়ামসন (১০ লাখ রূপি) ৫. পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট) : ১৪ ম্যাচে ২৪ উইকেট, পাঞ্জাবের আন্দ্রে টাই (১০ লাখ রূপি) ৬. এমার্জিং প্লেয়ার : দিল্লির রিশাব পন্ত (১০ লাখ রূপি) ৭. স্টাইলিশ প্লেয়ার : দিল্লির রিশাব পন্ত (১০ লাখ রূপি) ৮. পারফেক্ট ক্যাচ : দিল্লির ট্রেন্ট বোল্ট (১০ লাখ রূপি) ৯. সুপার স্ট্রাইকার : কেকেআরের সুনীল নারিন (১০ লাখ রূপি) ১০. মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার : ১৫ ম্যাচে ৩৫৭ রান ও ১৭ উইকেট, কেকেআরের সুনীল নারিন (১০ লাখ রূপি) ১১. ফেয়ার প্লে ট্রফি : মুম্বাই ইন্ডিয়ান্স ১১. সেরা ভেন্যু (সাত ম্যাচের বেশি আয়োজন) : কলকাতার ইডেন গার্ডেন (৫০ লাখ রূপি) ১২. সেরা ভেন্যু (সাত ম্যাচের কম আয়োজন) : মোহালি, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (২৫ লাখ রূপি)। আরও পড়ুন: আইপিএলের ১১তম আসরে সেরা হলেন যারা তথ্যসূত্র: রাইজিংবিডি আরএস/০৯:০০/ ২৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JblkkM
May 28, 2018 at 10:18PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন